Header Ads

১.২ ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality)

Back to previous page>>

১.২ ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality)

ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার এবং বিভিন্ন প্রকার সেন্সর এর সমন্বয়ে গঠিত একটি পরিবেশ যার
অস্তিত্ব থাকতে পারে আবার সম্পূর্ণ কাল্পনিক হতে পারে । যেমন- সৌরজগতের ধারণাকে কাজে লাগিয়ে
কম্পিউটার, স্পিকার, বিভিন্ন ছবি বা চিত্র বিশেষ পদ্ধতিতে এমন একটি পরিবেশ ‣তরি করা হয় যা প্রদর্শনের
পর দর্শকের মনে হবে যেন সে সৌরজগত প্রদক্ষিণ করেছেন। এখানে অভিজ্ঞতা এবং কল্পনা শক্তি কাজে
লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে স্বপ্নের ভুবন তৈরী  করা হয়।

১.২.১ প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব(Influence of Vertual in daily life)

আমাদের প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব নিম্নে আলোচনা করা হলো−

শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি:

শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে শিক্ষা গ্রহণ ও প্রদান করা যায়। এর সুবিধা হলো এখানে
ত্রিমাত্রিক পরিবেশে পরস্পরের সাথে যোগাযোগ করে ছাত্র-ছাত্রীদের বিরাট বড় গ্রুপ তৈরী  করা যায়।
জোতির্বিদ্যার ছাত্রদের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে অতি সহজে শিখানো যায় সৌরমণ্ডল সম্পর্কে,
কীভাবে গ্রহ চলমান থাকে। একটি ধুমকেতুর অগ্রগতি ট্র্যাক ইত্যাদি ত্রিমাত্রিক পরিবেশে সহজে বুঝানো
সম্ভব। যে সকল ছাত্র-ছাত্রী বিশেষভাবে অর্থাৎ চিহ্ন, রং এ অঙ্গ-বিন্যাস ইত্যাদি ব্যবহার করে শিখতে পছন্দ
করে। ঔষধের ছবি দেখে শেখা, মেডিক্যালে অস্ত্রপাচার অনুশীলন এবং ত্রিমাত্রিক ছবি দেখে ছাত্র-ছাত্রীরা
সহজে শিখতে পারবে।

 সামরিক বাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি:

সামরিক বাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। তিনটি (সেনা, , বিমান) বাহিনীতেই এটি প্রশিক্ষণের
কাজে ব্যবহৃত হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি বিশেষ করে যুদ্ধকালীন পরি¯ি
তি, অন্যান্য বিপজ্জনক পরি¯ি
তি এবং
এ সময় তাদের সঠিক করণীয় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়।
সামরিক বাহিনীতে যে সকল ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়-
১. ফ্লাইট অনুশীলনে
২. যুদ্ধক্ষেত্রের অনুশীলনে
৩. ঔষধ সম্পর্কে প্রশিক্ষণে (যুদ্ধক্ষেত্রে)
৪.যানবাহন অনুশীলনে
৫. ভার্চুয়াল বুট ক্যাম্প।

স্বাস্থ্যসেবায় ভার্চুয়াল রিয়েলিটি:

স্বাস্থ্যসেবায় ভার্চুয়াল রিয়েলিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বিশেষ করে অস্ত্রোপচারে এবং আতঙ্কগ্রস্ত
রোগীদের চিকিৎসা, রোবটিক্স সার্জারি এবং চিকিৎসা প্রশিক্ষণে। ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা হলো এটা
ডাক্তারদের নিরাপদ পরিবেশে নতুন কিছু শিখতে বা অনুশীলন করতে সাহায্য করে। এবং এতে রোগীদের
কোনো বিপদ ঘটছে না।
হিউম্যান সিমুলেশন সফটওয়্যার (human simulation software)- এখানে ডাক্তার, নার্স এবং অন্যরা
ইন্টারেক্টিভ পরিবেশে কাজ করতে পারে। প্রশিক্ষণের দৃশ্য থাকে, যেখানে তারা ত্রিমাত্রিক পরিবেশে রোগীর
সাথে পারস্পরিক মতবিনিময় করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি রোগ নির্ণয়কারী যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়।
MRI scan করার সময় ডাক্তারগণ অন্যান্য পদ্ধতির সাথে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। এটি অনেক
সময় অপারেশনের প্রয়োজনীয়তা বাদ দেয়।

ভার্চুয়াল রোবটিক্স সার্জারি:

ভার্চুয়াল রিয়েলিটি এর একটি জনপ্রিয় ব্যবহার হলো রোবটিক্স সার্জারি, যেখানে ডাক্তার দ্বারা পরিচালিত
রোবটিক্স ডিভাইস কম সময়ে এবং কম জটিলতা ও কম ঝুঁকিসহ অপারেশন করে। ভার্চুয়াল রিয়েলিটি
প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হয় এবং দূরবর্তী টেলি সার্জারি অর্থাৎ যেখানে ডাক্তার ও রোগী দুটি আলাদা
স্থানে থাকে। এ পদ্ধতির আরো একটি বৈশিষ্ট হলো- ডাক্তারের যখন কোনো হিসাব করার প্রয়োজন হয়
রোবট তখন সেকেন্ডের মধ্যেই হিসাব করে সিদ্ধান্ত নিতে পারে। তাছাড়াও স্বাস্থ্য সেবায় দন্তচিকিৎসা, ঔষধ,
নার্সিং, সার্জারি, অটিজম, প্রতিবন্ধীদের চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়।

বিনোদনে  ভার্চুয়াল রিয়েলিটি (virtual reality in entertainment):

বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটি অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এর জনপ্রিয় এলাকাগুলো হচ্ছে−
1. ভার্চুয়াল জাদুঘর, যেমন−মিথষ্ক্রিয়  প্রদর্শনী
2. গ্যালারি
3. থিয়েটার, যেমন−মিথষ্ক্রিয়  ক্রিয়াকান্ড
4. ভার্চুয়েল থিম পার্ক
5. আবিষ্কার কেন্দ্র।

দর্শক সংশ্লিষ্টতা-

যেসব পরিবেশে সাধারণের প্রদর্শনী আগে অজানা বা নিষিদ্ধ ছিল, সেখানে উচ্চ ক্ষমতার লেন্সসহ ভার্চুয়াল
রিয়েলিটি গ্লাস (চশমা) এর সাহায্যে ত্রিমাত্রিক বস্তু  বিভিন্ন দিক থেকে দেখা যেত। উদাহরণস্বরূপ বলা যায়একটি
ঐতিহাসিক বিল্ডিং (স্থাপনা ) জনসাধারণ বিভিন্ন দিক থেকে দেখতে পারেন। এর ফলে তারা ইতিহাসের
নির্দিষ্ট সময়ের মানুষের জীবন যাপন উপলব্ধি করতে পারে। তারা একটি ট্র্যাকিং সিস্টেম (চশমা), যা তাদের
চলাচল (Movement) ট্র্যাক করে কম্পিউটারে পাঠায়। কম্পিউটার দর্শকের উপলব্ধি পরিবর্তনের সাথে সাথে
ইমেজ/ ছবি পরিবর্তন করে। ভার্চুয়াল রিয়েলিটি গেইমিং বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম।

ভার্চুয়াল রিয়েলিটি এবং হেরিটেজ:

ভার্চুয়াল রিয়েলিটি যাদুঘর এবং ঐতিহাসিক সেটিং এ ব্যবহৃত হয়। এই সেটিং (মিথষ্ক্রিয়া প্রয়োগ করে) এ
জনগণ নতুন এবং উত্তেজনাপূর্ণ উপায়ে তথ্য ও যোগাযোগ মাধ্যমে ইন্টারেক্টিভ হয়। শিশুদের জন্য
মনোযোগের সাথে যাদুঘর প্রদর্শনী বিরক্তিকর। তাই ভার্চুয়াল রিয়েলিটি এর মাধ্যমে মিথষ্ক্রিয়া  পদ্ধতিতে
শিশুদের এ বিরক্তি দূর করা যায় এবং দর্শক সংখ্যা বৃদ্ধি করা যায়।
কিছু ভার্চুয়াল রিয়েলিটি হেরিটেজ সাইট হলো-
১. স্মৃতিসৌধ  (Monuments)
২. স্টোন হেঞ্জ (Stonehenge)
৩.ভাস্কর্য  (Sculptures)
৪. গুহা (Caves)
৫. ঐতিহাসিক ভবন (Historical Building)
৬. প্রত্নতাত্ত্বিক  ফরম (Archaeological dig)
৭. প্রাচীন শহর ও গ্রাম (Old towns and village)

ব্যবসায় ভার্চুয়াল রিয়েলিটি:

বিভিন্ন উপায়ে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবসায় ব্যবহৃত হচ্ছে। যেমন−
১. একটি ভার্চুয়াল পরিবেশে ব্যবসায়িক ভ্রমণ
২. নতুন কর্মীদের প্রশিক্ষণ
৩.একটি পণ্যের A360 দেখা
কিছু ব্যবসায় সম্পূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। | ala CAVE System তাদের মধ্যে অগ্রগামী।
তারা তাদের প্রোডাক্টগুলোকে সম্পূর্ণভাবে প্রস্তুত  হওয়ার পূর্বেই চালিয়ে পরীক্ষা করতে পারে। তাও আবার
অতিরিক্ত খরচ ছাড়া এবং ঝুঁকিমুক্তভাবে। যে সকল কোম্পানি বিপদজনক এবং সম্ভাব্য ক্ষতিকর দ্রব্য
উৎপাদন করে, তারা দ্রব্য ব্যবহার/ বাজারজাত করার পূর্বে তাদের গুণাগুণ পরীক্ষা করার দরকার হয়।
ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এ কাজটি করা যায়, এক্ষেত্রে কোম্পানির কর্মচারীদের কোনো ঝুঁকি থাকে না।
কোনো কোনো কোম্পানি ডেটা বিশ্লেষণের কাজেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছে।

প্রকৌশল  বিভাগে ভার্চুয়াল রিয়েলিটি:

ভার্চুয়াল রিয়েলিটি প্রকৌশল বিভাগে ত্রিমাত্রিক মডেলিং টুলস এবং পরিকল্পনার নকশা দেখার জন্য ব্যবহার
করা হয়। এ পদ্ধতিতে প্রকৌশলীরা তাদের ত্রিমাত্রিক প্রকল্প দেখতে পারে এবং কীভাবে প্রকল্পটি কাজ করবে
তা ভালোভাবে বুঝতে পারবে। এটি কোনো প্রকল্প নিরাপদ পরিবেশে দেখতে পারে এবং প্রয়োজনীয়
পরিবর্তন করতে পারে। এর ফলে সময় এবং খরচ উভয় বাঁচে। কোনো ডিজাইন চক্রের শুরুতে ভার্চুয়াল
রিয়েলিটি ব্যবহার করা হয়। এর ফলে কোনো ডিজাইনে ত্রুটি থাকলে সংশোধন করা যায়। রেলওয়ে
কনস্ট্রাকশনে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এর ফলে অল্প খরচে সহজে ডিজাইন পরিবর্তন এবং
ফলাফল দেখা যায়।

খেলাধুলায় ভার্চুয়াল রিয়েলিটি:

গলফ, অ্যাথলেটিক্স (শরীর চর্চা), সাইক্লিং ইত্যাদি খেলায় ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং কিট হিসেবে ব্যবহৃত
হয়। শরীরচর্চায় দক্ষতা পরিমাপ, কৌশল  বিশ্লেষণের কাজে
ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এর ফলে
খেলোয়াড়দের পোশাক, যন্ত্রপাতি এবং কৌশল নির্ধারণ করা
যায়। খেলোয়াড়দের কর্মদক্ষতা বৃদ্ধিতে ভার্চুয়াল রিয়েলিটি
ব্যবহার করা হয়। খেলোয়াড়রা কোনো নির্দিষ্ট এরিয়াতে
দক্ষতা বৃদ্ধি করতে ভার্চুয়াল রিয়েলিটি কাজে লাগায়। যেমন একজন
গলফার সুইং উন্নত করতে চাচ্ছে অথবা ট্র্যাক
সাইকেল আরোহী তার সাধ্যের মধ্যে দ্রুত যেতে সমস্যাগুলো
খুঁজছে। তখন ত্রিমাত্রিক পদ্ধতি ক্রীড়াবিদদের তার করণীয়
পরিবর্তন সম্পর্কে ধারণা দিবে (বায়োম্যাট্রিক বা কৌশলগত)। ড্রাইভিং সরঞ্জামের নকশা এবং নতুন কিছুর নকশা
তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। খেলোয়াড়দের জামা-কাপড়, জুতা ও তাদের প্রয়োজনীয় অন্যান্য
সরঞ্জামের নকশা করতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, যা তাদের আরো গতিশীল করে।

মিডিয়ায় ভার্চুয়াল রিয়েলিটি:

ভার্চুয়াল রিয়েলিটি চলচ্চিত্র এবং টেলিভিশনের প্রোগ্রামে নতুন বৈশিষ্ট্য দিয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার
করে নির্মিত ইংরেজি চলচ্চিত্র হলো−
• The Lawnmower Man
• The Matrix
• Torn (1982 version)
• The Thirteenth Floor
• eXistenZ
• Vanilla Sky.
তাছাড়াও সংগীত, বই তৈরি, বৈজ্ঞানিক প্রদর্শনী, টেলিকমিউনিকেশন, নির্মাণ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
ইত্যাদিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়।






No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.