Header Ads

১ম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- তথ্যের আদান-প্রদান, সংরক্ষণ ও ব্যাবস্থাপনা  জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন এক

অসাধারণ সুযোগ সৃষ্টি করেছে যার অনুপ্সথিতিতে স্বাচ্ছন্দ্যময় আধুনিক জীবন চিন্তাই করা যায় না। ব্যক্তি
জীবনের উৎকর্ষ সাধন, জাতীয় জীবনের উন্নতি  ও প্রগতি এবং বিশ্বের জাতিসমূহের পারস্পরিক সহযোগিতা ও
সহমর্মিতার বন্ধনে আবদ্ধ এক অভিনব পরিবারের সোনালি স্বপ্ন  দেখিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিশ্বের জ্ঞান ও তথ্যভান্ডা রে প্রবেশের অসীম সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। দৈনন্দিন জীবনে,
যোগাযোগে, অর্থনৈ তিক কর্মকান্ডে , মেধাচর্চা ও সৃজনশীলতার বিকাশ, বিনোদন ইত্যাদি সকল ক্ষেত্রে তথ্য ও
যোগাযোগ প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এটি মানসম্পন্ন  কর্মসম্পাদনের এক শক্তিশালী
হাতিয়ার হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

১.বিশ্বগ্রামের ধারণা: যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা-বাণিজ্য, সংবাদ,বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক  বিনিময়।


২.ভার্চুয়াল রিয়েলিটি : প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব।

৩.তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা: আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স , রোবটিকস,ক্রা য়োসার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স,বায়োইনফরম্যাট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে অনৈতিকতা ,সমাজজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভাব, তথ্য ও যোগা যোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক  উন্নয়ন ।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.